রূপচর্চায় বরফ
খাবার থেকে শুরু করে নানা রকমভাবে ব্যবহৃত বরফ। ব্যথা কমানো থেকে খাবার টাটকা রাখা, নানা কাজে এর ব্যবহার। সেই সঙ্গে রয়েছে রূপচর্চাও। ত্বকের পরিচর্যায় এটি দারুণ কাজে দেয়।
* ব্রণ কমাতে ব্যবহার করা যেতে পারে বরফ। ত্বকে কিছু ক্ষণ বরফ ব্যবহার করলে স্কিন-পোরস সঙ্কুচিত হয়ে আসে। অতিরিক্ত তেল নিঃসরণ কমে। এতে করে ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে আসে।
* বরফ ব্যবহারে কমতে পারে পিম্পল ও ব্ল্যাকহেডসের সমস্যাও।
* অনেক সময় রোদে পোড়ার কারণে ত্বকে লালচে ভাব চলে আসে। কখনো কখনো তামাটে হয়ে যায় ত্বক। এক্ষেত্রে বরফ খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
* ত্বকের জ্বালাপোড়া বা প্রদাহ নিয়ন্ত্রণে আনতেও বরফ খুবই কার্যকরী।
* 'কোল্ড ট্রিটমেন্ট' রক্ত সঞ্চালন বাড়ায়। এতে ত্বকের টক্সিন বেরিয়ে যেতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়।
* পেশাদারিত্বের কারণে অনেককে নিয়মিত মেকাপ নিতে হয়। তবে নিয়মিত মেকাপের ফলে ত্বকের নানা রকম ক্ষতি হয়। এক্ষেত্রে বরফ ব্যবহার করলে মেক আপ ত্বকের গভীরে ঢুকতে পারে না।
* কোথাও ফোলা ভাব থাকলে সেটাও কমাতে বরফের জুড়ি মেলা ভার। 'লিমফ্যাটিক সিস্টেম'-এ অতিরিক্ত ফ্লুইড জমে থাকলে তাকে বের করতে সাহায্য করে বরফ। ফলে ফোলা ভাব কমে যায়।
এসএন