স্যামসাংয়ের গল্প করি
প্রতিষ্ঠাতা লি ভাইয়ং-চু। তিনি একজন দক্ষিণ কোরিয়ান ব্যবসা আইকন। জন্ম ১৯৯১০ সালের ১২ ফেব্রুয়ারি। মারা গিয়েছেন ১৯৮৭ সালের ১৯ নভেম্বর। ৭৭ বছরের কর্মময় জীবন। দারুণ সফল। তিনি তার দেশ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শিল্প গ্রুপ ও নামকরা স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা। তাকে বিবেচনা করা হয় দেশেও সবচেয়ে বিখ্যাত এবং সফল ব্যবসায়ী। আধুনিক শিল্পগ্রুপ প্রতিষ্ঠা, ব্যবসা করা, সফল হওয়া ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়াতেই লি ভাইয়ং-চু অন্যতম আইকনিক ফিগার। দক্ষিণ কোরিয়ার ব্যবসায় উন্নয়নের বাতিঘর মানুষটি। তার স্যামসাং বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক ব্র্যান্ড। তারা টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইসগুলো, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিক্যাল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেমস, সেমি-কন্ড্রাক্টর ও এলইডি সলিউশন তৈরি এবং বিক্রি করেন। অগ্রগতি ও উন্নয়নমুখী কার্যক্রমে স্যামসাং খ্যাতি লাভ করেছে। প্রতিটি ঈদে, নানা উপলক্ষে ও প্রয়োজনে স্যামসাংয়ের পণ্যগুলো ঘর, গেরস্থালি ও প্রয়োজনের জীবনে সারা দুনিয়াতে লাখ, লাখ কপি বিক্রি হয়। আমাদের দেশে আছে তাদের কারখানা।
ওএস।