কী করে বুঝবেন স্বামী বা স্ত্রীর জীবনে তৃতীয় ব্যক্তি আছে?
স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত বিশ্বাস। কিন্তু তা নড়তে বেশি সময় লাগে না যদি এসে পড়ে সন্দেহ। স্বামী বা স্ত্রীর জীবনে তৃতীয় ব্যক্তি আছে কি নেই এই সন্দেহতেই ভেঙে যায় অনেক সম্পর্ক। কিন্তু সম্পর্ক নিয়ে কিছু ভাবার আগে যাচাই করে নিন এই বিষয়গুলি।
প্রথমেই দেখুন আপনার পার্টনারের ব্যবহারে বিশেষ পরিবর্তন হয়েছে কিনা। অল্পেতেই বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা। তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। সে ক্ষেত্রে কথা বলুন। প্রেম ছাড়াও অন্য সমস্যাও হতে পারে।
আপনি কিছু বলেই যাচ্ছেন কিন্তু আপনার পার্টনার অন্যমনস্ক। ভাল করে শুনছেন না আপনার কথা। তাহলে অবশ্যই কথা বলুন।
হঠাৎ করেই একটু বেশি ব্যস্ত হয়ে পড়া বাইরের জগতে। সঙ্গমে অনীহা।
ফোন ধরতে না দেওয়া। বার বার ফোনের পাসওয়ার্ড বদলে দেওয়া। আগের থেকে বেশি নিজের লুকের দিকে খেয়ার রাখা। সব থেকে বড় বিষয় হল হঠাৎ করেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বেশি ওয়াকিবহাল হয়ে পড়া। এই কয়েকটি বদল মোটামোটি ভাবে ইঙ্গিত দেয়, সত্যিই পার্টনারের জীবনে তৃতীয় কেউ আছে কিনা।
সূত্র: নিউজ ১৮ বাংলা