আইএসডিতে বানান দক্ষতার প্রতিযোগিতা
বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশ্বমানের বিনিয়োগকারী এসটিএস গ্রুপের ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার কাউন্সিল অব ইন্টারন্যাশনাল স্কুলস, দি নিউ ইংল্যান্ড অ্যাসোসিয়েশন অব স্কুলস অ্যান্ড কলেজের নিয়মে পরিচালিত ও ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট অর্গানাইজেশনের স্বীকৃতিপ্রাপ্ত বিখ্যাত ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)’ প্রথমবারের মতো তাদের ছাত্র, ছাত্রীদের ইংরেজি বানান দক্ষতার নৈপুণ্য প্রদর্শন প্রতিযোগিতার আয়োজন করেছেন।
এই প্রতিযোগিতার নাম ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) ফাস্ট স্পেলিং চ্যাম্প ২০২২’।
জুনিয়র ও সিনিয়র এ দু’টি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতাটিতে অংশ নেন।
আইএসডি’র সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিলো।
৪টি রাউন্ডে অনুষ্ঠিত হয়।
বিচারক ছিলেন তিন বিদেশী শিক্ষক-ডেভিড, স্যান্ডা ও অ্যালেন।
প্রতিযোগিতার সময় সব গ্রেডের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত রাউন্ডে সবাইকে হারিয়ে প্রাইমারি সেকশনের গ্রেড ৩’র নুবাইদ জারইয়াব খান ও সেকেন্ডারি সেকশনে গ্রেড ৮’র আদিত্য চ্যাম্পিয়ন হয়েছে।
আইএসডির পরিচালক টমাস ফান দের ভিলা তার ছাত্র, ছাত্রীদের নিয়ে বলেছেন, “প্রথমবারের মতো আয়োজিত এই স্পেলিং চ্যাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সত্যিই অভিভূত। আয়োজনটি ছাত্র. ছাত্রীদের ইংরেজি বানান দক্ষতার মুন্সিয়ানা দেখানোর সুযোগ তৈরি করেছে। আমাদের নতুন এই উদ্যোগ সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। ছাত্র, ছাত্রীদের অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্বকে আরো উচ্চতায় নিয়ে যাবে।”
আইএসডি’র পরিচালক ও স্কুলের অধ্যক্ষ বিজয়ীদের হাতে বিজয়ীদের সনদ, গিফট ভাউচার, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন।
নব অংশগ্রহণকারীদের দেওয়া হয়েছে সনদ।
শেষে পিয়ানো, কনসার্ট ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওএস।