মধুময় দাম্পত্য কেন আজ বিষাক্ত
প্রতিটি ক্রিয়ারই পাল্টা প্রতিবর্ত ক্রিয়া আছে। অনেক সময় আমাদের জীবনে প্রধান হয়ে ওঠে বিষাক্ত জিনিস। ফলে যা করতে চাই না, সেটাই করে ফেলি অনেক সময়৷ ফলে দাম্পত্য দুর্বিষহ হয়ে ওঠে। তবে ইচ্ছে করলেই ছোট ছোট পদক্ষেপে আমরা পরিস্থিতি পরিবর্তন করতে পারি।
সম্পর্কে বা দাম্পত্যে ঝগড়া বিবাদ খুবই স্বাভাবিক। আমরা সব সময়ে ঝগড়ায় জিততে চেষ্টা করি। কিন্তু সেই চেষ্টাই কাল হয়ে দাঁড়ায় ৷ কিছু ক্ষেত্রে হার স্বীকার করুন। নিজের ভুল মেনে নিন ৷ দেখবেন হারেও আনন্দ আছে ৷ সম্পর্কের সুস্থতাও এতে বজায় থাকে।
সব সময় আশাবাদী থাকা যায় না। কিন্তু সারাক্ষণ নেতিবাচক চিন্তাও ভাল নয়। এতে সম্পর্কে তিক্ততা বাড়ে।
প্রয়োজন না থাকলে নিজেকে ঠিক প্রমাণ করতে যাবেন না। তার থেকে গুরুত্ব দিন মানসিক স্বাস্থ্য ভাল করার দিকে৷ মন ভাল থাকলে অনেক সমস্যাই দূর হয়ে যাবে।
অনেকে ভাবেন গলা তুলে চিৎকার করে কথা বললেই নিজেকে প্রতিষ্ঠা করা যায়৷ আদায় করা যায় অন্যের মনোযোগ। কিন্তু তা আদপেই ঠিক নয়। আপনার সঙ্গী আপনাকে দুর্বিনীত ভাবলে সম্পর্কে তার রেশ পড়বেই।
নিজেকে ঠিক প্রমাণ করার জন্য অনেকে যথেচ্ছ মিথ্যাচার করে যান। এতে আখেরে কোনও লাভ হয় না। পরে সত্য প্রমাণিত হয়ে গেলে অপ্রস্তুতে পড়বেন আপনি।