প্রতিদিন কেন খাবেন কাঁচা বাদাম
ছবি : সংগৃহীত
প্রতিদিনের বিভিন্ন আড্ডায় বা সন্ধ্যার নাস্তায় বাদাম আমাদের নিত্যদিনের মেন্যু। এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাদ্য। এ ছাড়াও এতে রয়েছে দেহের জন্য পর্যাপ্ত পরিমাণে উপকারী স্নেহজাতীয় পদার্থ ও ফ্যাটি অ্যাসিড। এটি এক প্রকার আঁশজাতীয় খাদ্যের মধ্যেও পরে। তবে সবচেয়ে বেশি উপকার মিলবে ভাজা বাদামের বদলে কাঁচা বাদাম খাওয়ার অভ্যাস করলে।
কাঁচা বাদামে মিলবে প্রোটিন
আমাদের মাংসপেশি তৈরি ও শরীর গঠনে কাজ করে বাদাম। কারণ এতে আছে প্রচুর প্রোটিন। আপনি যদি নিয়মিত বাদাম খান তবে তা আপনাকে হার্টের সমস্যা, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার ইত্যাদি মারাত্মক সমস্যা থেকে বাঁচতে সাহায্য করবে।
কাঁচা বাদামে মিলবে ক্যালসিয়াম
এদিকে বাদামে থাকা ক্যালসিয়াম হাড় ভালো রাখবে। বয়সের সঙ্গে সঙ্গে নানা রকম অসুখ দেখা দেয়। এর মধ্যে একটি হলো হাড়ের সমস্যা। বয়স বাড়লে আমাদের হাড় দুর্বল হতে থাকে। ফলে ক্ষতিগ্রস্ত হয় শরীর। এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত কাঁচা বাদাম খাওয়ার অভ্যাস করুন।
আয়রনের অভাব পূরণ
চিনা বাদামে আছে প্রয়োজনীয় আয়রন। এটি রক্তে লোহিতকণিকার কার্যক্রমে সাহায্য করে। আপনার ত্বক ও চুল সুন্দর রাখবে বাদামে থাকা ক্যারোটিন ও ভিটামিন ই। নিয়মিত কাঁচা বাদাম খেলে তা আপনার বয়স ধরে রাখতে সাহায্য করবে। কারণ এটি ত্বকে বলিরেখা পড়তে বাধা দেয়।
মেনোপোজ হয়ে যাওয়া নারীর জন্য উপকারী
একটা বয়সের পর নারীদের আর পিরিয়ড হয় না। একে বলা হয় মেনোপোজ। যেসব নারীর মেনোপোজ হয়ে গেছে তাদের হাড় দুর্বল হয়ে যায়। এ সময় নারীর শরীরে অনেক দরকারি হরমোন তৈরি বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে তাদের জন্য সাহায্যকারী একটি খাবার হতে পারে কাঁচা বাদাম।
টিটি/