সাবেক সাংসদ করিম ভরসাকে হাইকোর্টে হাজির করার আদেশ স্থগিত
সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি করিম উদ্দিন ভরসাকে হাইকোর্টে হাজির করার আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৩ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আর অপরপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।
গত ২০ ফেব্রুয়ারি এক সন্তানের বাসায় বন্দি থাকার অভিযোগে বিশিষ্ট ব্যবসায়ী সাবেক এমপি করিম উদ্দিন ভরসাকে হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ৬ মার্চ সাইফুল উদ্দিন ভরসাকে (যে ছেলের বাসায় বন্দি আছে বলে অভিযোগ) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অপর ৯ সন্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আফরোজা ফিরোজ মিতা, কামরুন মাহমুদ দীপা ও এম. আব্দুল কাইয়ুম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আদালতের আদেশের পর আফরোজা ফিরোজ মিতা বলেন, প্রায় ৯ মাস ধরে বিশিষ্ট ব্যবসায়ী করিম উদ্দিন ভরসাকে তার ছেলে সাইফুল উদ্দিন ভরসা বাসায় বন্দি অবস্থায় রেখেছেন। তার অপর সন্তানদের দেখা করা, কথা বলার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এ কারণে করিম উদ্দিন ভরসার ৯ সন্তানের পক্ষে তাদের বাবাকে দেখার জন্য আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করি। রিটের শুনানি নিয়ে আদালত রহিম উদ্দিন ভরসাকে আগামী ৬ মার্চ হাজির করতে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন>>
সন্তানের বাসায় বন্দি সাবেক সাংসদ ভরসাকে হাইকোর্টে হাজিরের নির্দেশ
এমএ/আরএ/