সুপ্রিম কোর্ট বার নির্বাচন: আওয়ামী লীগের প্রার্থী মোমতাজ-দুলাল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বা বার নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় দেখা যায়, সভাপতি পদে সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর সম্পাদক পদে আইনজীবী মো. আব্দুন নূর দুলালকে মনোনয়ন দেওয়া হয়েছে। গুলশানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সংগঠনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ফজলে নূর তাপস, আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ।
গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনি তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিলে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমা দান, ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়ন বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএ/এসএন