ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বুধবার (৯ এপ্রিল) ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ম্যাঁক্রো বলেন, “আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব।” তিনি আরও জানান, আগামী জুনে নিউইয়র্কে জাতিসংঘের একটি কনফারেন্সে ফ্রান্স এই স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে চায়। কনফারেন্সে সৌদি আরবসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বসে বিষয়টি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে ফ্রান্সের।
তিনি জোর দিয়ে বলেন, “আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না। আমি এটি করব, কারণ আমি মনে করি এক সময় এটি সঠিক হবে। আমি এমন একটি যৌথ গতিশীলতার অংশ হতে চাই, যেখানে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন, তারা এর বিপরীতে ইসরায়েলকেও স্বীকৃতি দেবেন, যদিও এখনো অনেকেই তা করেন না।”
বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্স যদি সত্যিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে এটি দেশটির পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি আলাদা রাষ্ট্র হিসেবে গঠনের পক্ষে অবস্থান জানিয়ে এলেও এতদিন তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।
ফ্রান্সের এই সম্ভাব্য সিদ্ধান্তের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা নতুন মোড় নিতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।