রিয়াজের শ্বশুরের আত্মহত্যা
ভিডিও ইন্টারনেট থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ
চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ও মডেল মুশফিকা তিনার বাবা আবু মহসিন খান ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম ফয়েজ এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আদালতের নজরে আনলে এ আদেশ দেয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
ছয় ঘণ্টার মধ্যে এই নির্দেশ পালন করতে বিটিআরসির প্রতি এ আদেশ দেয় আদালত।
আদেশে এই ভিডিও যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিটিআরসিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
গত বুধবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর হন। আবু মহসিন নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আবু মহসীন ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
এমএ/এসআইএইচ