বেনজিরকে গ্রেফতারে আইনী কোন বাধা নেই: দুদক আইনজীবী
সাবেক আইজিপি বেনজির আহমেদ। ছবি: সংগৃহীত
অনুসন্ধানের প্রয়োজনে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করতে আইনী কোন বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
সোমবার (২৭ মে) দুপুরে সুপ্রিম কোর্টে এ কথা বলেন তিনি। আইনজীবী বলেন, দুদকের তদন্ত চলমান রয়েছে, প্রয়োজন মনে করলে বেনজির আহমেদকে বিদেশ যাত্রায় নিষেধাজাজ্ঞা চাইতে পারে দুদক।
আইনজীবী খুরশীদ আলম খান জানান, পূর্বে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তীতে আবারও দুদকের আবেদনে ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।
এদিকে বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের শেয়ার বাজারের সব হিসাব ও শেয়ার ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার শেয়ার সংরক্ষণ কেন্দ্র সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) তাদের নামে সকল বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ রাখতে নির্দেশ দেয়া হয়। এর ফলে অবরুদ্ধকরণ আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ অবরুদ্ধ হিসাবসমূহে জমা করা যাবে না বা কোনো অবস্থাতেই অর্থ তোলা যাবে না।