নাশকতার মামলায় খুলনায় যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে (৩৫) গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েল মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে খুলনা থানায় নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় মঙ্গলবার বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া অনলাইন সেলার গ্রুপ নামের একটি ফেসবুক পেজের এডমিন।
এদিকে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা মঙ্গলবার রাতে এক বিবৃতিতে লিন্ডার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন– বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। বিবৃতিতে তারা দাবি করেন, লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।
