আলেশা মার্টের চেয়ারম্যানের জামিন শুনানি করলেন ব্যারিস্টার সুমন
আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার ও সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। ছবি: সংগৃহীত
বিভিন্ন থানার পৃথক নয় মামলায় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত। তার জামিনের পক্ষে শুনানি করেছেন সদ্য সংসদ সদস্য নির্বাচিত হাওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন।
সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
এদিন আসামির পক্ষে আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত সাত মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, রবিবার রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশানের নয়টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত মঞ্জুরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, সিআইডির তথ্যমতে, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে আলেশা মার্ট নিবন্ধন পায় ২০২০ সালের ২৬ জুলাই। ওই বছরের ১০ নভেম্বর প্রতিষ্ঠানটি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আলেশা মার্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২১ সালের ৭ জানুয়ারি। এরপর কম মূল্যে মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহের জন্য গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেয় প্রতিষ্ঠানটি।
সিআইডির দাবি, অনেক গ্রাহককে তাদের পণ্য না দিয়ে কিংবা টাকা ফেরত না দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে টাকা পাচার (মানি লন্ডারিং) করে আসছিল আলেশা মার্ট।