শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আলেশা মার্টের চেয়ারম্যানের জামিন শুনানি করলেন ব্যারিস্টার সুমন

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার ও সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। ছবি: সংগৃহীত

বিভিন্ন থানার পৃথক নয় মামলায় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত। তার জামিনের পক্ষে শুনানি করেছেন সদ্য সংসদ সদস্য নির্বাচিত হাওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিন আসামির পক্ষে আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত সাত মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, রবিবার রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশানের নয়টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত মঞ্জুরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, সিআইডির তথ্যমতে, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে আলেশা মার্ট নিবন্ধন পায় ২০২০ সালের ২৬ জুলাই। ওই বছরের ১০ নভেম্বর প্রতিষ্ঠানটি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আলেশা মার্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২১ সালের ৭ জানুয়ারি। এরপর কম মূল্যে মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহের জন্য গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেয় প্রতিষ্ঠানটি।

সিআইডির দাবি, অনেক গ্রাহককে তাদের পণ্য না দিয়ে কিংবা টাকা ফেরত না দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে টাকা পাচার (মানি লন্ডারিং) করে আসছিল আলেশা মার্ট।

Header Ad
Header Ad

যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন দিতে চাই: ঢাবি উপাচার্য

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ‌‘কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আমরা সবাইকে নিয়েই একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন আয়োজন করতে চাচ্ছি। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এই পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচন সম্পন্ন করতে চাই।’

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, রোডম্যাপ তৈরি করতে সব অংশীজন নিয়ে কাজ চলছে । বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক। আমরা চাই, সবার মধ্যে নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক। সবার মধ্যে এ ব্যাপারে যেন চুক্তি বা সমঝোতার মতো কিছু হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ আরও অনেকে।

এর আগে, গতকাল রাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাবি ভিসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষনা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত।

Header Ad
Header Ad

বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়  

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশের হিন্দুরা বর্তমানে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দিচ্ছে। সেখানকার কোনো হিন্দু ভারতে আসছে না। তাই কোনো বাংলাদেশি হিন্দুকে এখানে আসতে ভারত থেকে উৎসাহ দেওয়া উচিত নয়।

শর্মা আরও দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওভারটাইম কাজ করছেন।

গত বুধবার (০৩ জানুয়ারী) স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমটি বলছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার সাংবাদিকদের বলেন, ‘এটা সত্য যে, বাংলাদেশ থেকে হিন্দুরা অতীতে এখানে (ভারতে) চলে এসেছিল, কিন্তু তারা এখন আর আসছে না। তারা বর্তমান পরিস্থিতি পরিপক্বভাবে পরিচালনা করছে এবং তাদের দেশ ছেড়ে চলে আসতে উৎসাহিত করা উচিত নয় আমাদের।’

গত ৩০ ডিসেম্বর ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রচারক সুমন কুমার ভারতের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে আশ্রয় নেওয়ার অনুমতি দিতে বলেছিলেন। এমন অবস্থায় বুধবার আসামের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত পাঁচ মাসে বাংলাদেশ থেকে আসা প্রায় এক হাজার লোক আসামে ধরা পড়েছে এবং প্রতিবেশী ত্রিপুরায়ও একই সংখ্যক লোক ধরা পড়েছে। তবে তাদের কেউই বাংলাদেশ থেকে আসা হিন্দু নয়।

শর্মার দাবি, মূলত বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে কর্মরত লোকেরা ভারতীয় টেক্সটাইল শিল্পে চাকরির জন্য ভারতে আসছে। তার দাবি, ‘বাংলাদেশে অস্থিরতার পর সেখানে টেক্সটাইল শিল্প কার্যত ভেঙে পড়ে। তাই ওইসব শিল্পে কর্মরত শ্রমিকরা ভারতে আসতে শুরু করে। আমাদের দেশের অনেক টেক্সটাইল শিল্প মালিক তাদের প্রণোদনা দেওয়া শুরু করে এবং বাংলাদেশ থেকে সস্তা শ্রমিক আমদানি করতে অর্থ ব্যয় করে।’

তিনি আরও দাবি করেন, ‘এটি একটি উদ্বেগজনক সমস্যা, কারণ আমরা অতীতে এত বেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করিনি। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত, যারা এখানে সংখ্যালঘু। আমরা তাদের গ্রেপ্তার করছি না, আমরা তাদের দিয়ে আমাদের জেল পূর্ণ করতে চাই না, তাই তাদের ফেরত পাঠাচ্ছি।’

প্রসঙ্গত, গত বছরের আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার কথিত খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কথিত এসব ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগও জানিয়েছে নয়াদিল্লি। এ ছাড়া বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে আসামে একের পর এক বিক্ষোভ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আসামে বাংলাদেশের হিন্দুদের আশ্রয় দেওয়ার দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের মতো বেশ কয়েকটি সংগঠন দাবিও জানিয়েছে।

Header Ad
Header Ad

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাফেজ জাহিদ হাসান নামে এক মসজিদের ইমাম মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দিকে শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান (৩০) পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলী ছেলে। বগুড়ায় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করতে সেখানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত হাফেজ জাহিদ হাসান শুক্রবার সকালে তার শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন দিতে চাই: ঢাবি উপাচার্য
বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়  
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
‌‌‘লিভ টুগেদার’ নিয়ে বেফাঁস মন্তব্য, স্বাগতাকে ফের আইনি নোটিশ
এবার কোহলিকে আউট না দিয়ে সমালোচনায় সৈকত
তাবলিগের দুই পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ব্যালন ডি'অর নিয়ে রোনালদোর মক্তব্য, ক্ষেপে গেলেন রদ্রি
সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার
মুন্সীগঞ্জে বিয়েতে উচ্চ শব্দে গান বাজিয়ে সাজা পেলেন যুবক
যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
চীনে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণঘাতী ভাইরাস, নেই কোনো টিকা
খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ, প্রধান অতিথি আল-আকসার ইমাম
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, জেঁকে বসেছে শীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০
মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম
বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
বাড়তে পারে ৬৫ পণ্যের দাম, ভ্যাট বৃদ্ধির প্রস্তাব
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান