বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আইনি পেশায় ফিরলেন সদ্য বিদায়ী তিন মন্ত্রী

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদে মন্ত্রীর দায়িত্ব পালন করা অ্যাডভোকেট নূরুল ইসলাম, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। একসময় ছিলেন আইনজীবী সমিতির নেতা। এখন তিনজনই সাবেক মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভা গঠনের পর তিনজনই ফিরেছেন আইন পেশায়।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতেছিলেন তিন সাবেক মন্ত্রী। যেখানে তাদের সাথে দেখ করতে আসেন আইনজীবী বন্ধুরা।

তিন সাবেক মন্ত্রী আবার আইন পেশায় ফেরা নিয়ে বলেন, দীর্ঘদিন আইন পেশায় থেকে মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী যে ভাবে নির্দেশনা দিয়েছেন সে ভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এখন আমদের দায়িত্বে নেই। তবে যারা আমাদের মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন তারও রাজনৈতিক ভাবে পরিপক্ব। তারাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্টে আবার আইন পেশায় ফিরে এসেছি। এতদিন এই অঙ্গনকে অনেক মিস করেছি।

সাবেক রেল মন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নূরুল ইসলাম সুজন এবারও পঞ্চগড়-২ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার মন্ত্রী না থাকায় আইন পেশা পরিচালনায় বাধা নেই। তাই রোববার সকালেই চলে এসেছেন সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম বিগত সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্বের সময়টা আইন পেশা থেকে ছিলেন দূরে। এখন সাবেক হওয়ায় আবার কোর্ট গাউনে ফিরেছেন সর্বোচ্চ আদালতে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মাহবুব আলী বিগত সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই আইনজীবী। তাই আবার ফিরেছেন আইন পেশায়। রোববার সকালে আইনজীবীর পোষাকে মাহবুব আলীকে দেখা যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

Header Ad

ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসলামবাগ, রহমতগঞ্জ, লালবাগ, লাকশাম বাজার এবং চান্দিরঘাটসহ আশপাশের এলাকাগুলোতে বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লালবাগ ডিপিডিসি সাব-স্টেশনসংলগ্ন এলাকাসহ আশপাশের অঞ্চলের সব ধরনের গ্রাহক এই সময়ে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, এই সময়ের মধ্যে যেন বিকল্প ব্যবস্থা গ্রহণ করে নিজেদের দৈনন্দিন কাজ চালিয়ে নেন। গ্যাস সংক্রান্ত এই কাজ শেষ হলে পুনরায় স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Header Ad

বিয়ের ২৯ বছর পড় সংসার ভাঙল এ আর রহমানের

ছবি: সংগৃহীত

চলতি বছরের একেবারে শেষ প্রান্তে এসে মন খারাপ করা খবর শোনালেন কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হলো উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বলিউডের এ গায়ক। আর তার দাম্পত্য জীবনের এই দুঃসংবাদে উদ্বিগ্ন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে মা-বাবার বিচ্ছেদের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন গায়কের ছেলে এ আর আমীন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে অনুযায়ী সবার প্রতি একটি আহ্বান জানিয়েছেন তারকপুত্র।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে অস্কারজয়ী গায়কের ছেলে লিখেছেন, ‘আমাদের এই সময় পরিবারের যাবতীয় গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ করছি। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।’

এর আগে এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ মঙ্গলবার তাদের এই বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি জানান, বিয়ের দীর্ঘদিন পর সায়রা বানু তার স্বামী এ আর রহমানের কাছ থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। নানা মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্তে এসেছেন তারা।

আইনজীবী বন্দনা শাহ আরও জানান, তাদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকার পরও তারা দাম্পত্যজীবনে উত্তেজনা ও জটিলতা খুঁজে পেয়েছেন। যা একটি অপ্রতিরোধ্য ব্যবধান তৈরি করেছে। আর এ সময় কোনো পক্ষই সম্পর্ক টিকিয়ে রাখতে মেল বন্ধন করতে সক্ষম নয়। এ অবস্থায় সায়রা বানু জনসাধারণের কাছ থেকে গোপনীয়তা এবং বিষয়টি বুঝতে পারার জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে গাঁটছড়া বাঁধেন সায়রা বানু ও সংগীতশিল্পী এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে এসেছে এক ছেলে ও দুই মেয়ে।

Header Ad

জেরল্ড কুটসিয়াকে আইসিসির তিরস্কার

ছবি: সংগৃহীত

আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন সাউথ আফ্রিকার তরুণ ক্রিকেটার জেরাল্ড কুটসিয়া। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় দক্ষিণ আফ্রিকান পেসারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

কুটসিয়ার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। তার সঙ্গে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের পেসার সুফিয়ান মেহমুদকেও শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার জানায় আইসিসি।

আচরণবিধি ভাঙার দায়ে এডওয়ার্ডস ও সুফিয়ানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এডওয়ার্ডসের নামের পাশে দুটি ও সুফিয়ানের নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ভারতের বিপক্ষে গত শুক্রবার চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কুটসিয়া। ওয়াইড দেওয়ায় আম্পায়ারকে উদ্দেশ্য করে অনুপযুক্ত মন্তব্য করে বসেন তিনি।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের ভুল স্বীকার করে নেন কুটসিয়া। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এডওয়ার্ড ও সুফিয়ানকে শাস্তি দেওয়া হয়েছে ওমান ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভাঙার কারণে। গত শনিবারের ওই ম্যাচে দুই দফায় শৃঙ্খলা ভাঙেন এডওয়ার্ডস। তাকে এলবিডব্লিউ দিলে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি। ব্যাট দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, বল ব্যাটে লেগেছে। পরে মাঠ ছাড়ার সময় নিজের ব্যাট ও গ্লাভস ছুঁড়ে মারেন তিনি।

আর তেজা নিদামানুরুকে আউট করে ব্যাটসম্যানের সামনে গিয়ে ড্রেসিং রুমে চলে যাওয়ার ইশারা দেন সুফিয়ান। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন।

Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার
বিয়ের ২৯ বছর পড় সংসার ভাঙল এ আর রহমানের
জেরল্ড কুটসিয়াকে আইসিসির তিরস্কার
জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
মুক্তিযুদ্ধে জামায়াতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো : ডা. শফিকুর রহমান
৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ
রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস
মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি