মানিকগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
মানিকগঞ্জের শিবালয়ে গৃহবধূ সালেহা আক্তার হত্যা মামলায় রেজাউল মন্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরের মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রেজাউল মন্ডল বাড়ি মানিকগঞ্জের শিবালয়ের নিহালপুর এলাকায়। পরোকীয়া সর্ম্পকের জেরে ২০১১ সালের ১ অক্টোবর মধ্যরাতে মোবাইল ফোনের মাধ্যমে গৃহবধূ সালেহা আক্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রেজাউল মন্ডল। সালেহাকে অনৈতিক প্রস্তাব দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সালেহার পরনের শাড়ির গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় রেজাউল মন্ডল। ২ অক্টোবর রেজাউল মন্ডলকে আসামি করে শিবালয় থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই ইসমাইল হোসেন।
মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন এসআই মোস্তাফিজুর রহমান। মামলায় ১৯ জনের স্বাক্ষীর মধ্যে ১৩ সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি রেজাউল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ঘোষণা করেন।
কেএফ/