করোনামুক্ত হলেন সস্ত্রীক প্রধান বিচারপতি

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে বাসায় ফেরেন তারা।
বুধবার (২৬ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান।
সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান বলেন, মঙ্গলবার করোনা টেস্টে রেজাল্ট নেগেটিভ হওয়ার প্রধান বিচারপতি ও তার স্ত্রী বাসায় ফিরেছেন। উনারা সুস্থ আছেন।
করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাতে বিএসএমএমইউ’তে ভর্তি হন প্রধান বিচারপতি। এর আগের দিন ১৮ জানুয়ারি একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।
এদিকে গত ২৩ জানুয়ারি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনামুক্ত হন।
এমএ/এসআইএইচ
