ভার্চুয়াল আদালতে গাউন পরা বাধ্যতামূলক নয়

ভার্চুয়াল আদালত চলাকালীন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি শিথিল করা হয়েছে।
ভার্চুয়াল কোর্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারপতিদের গাউন পরা বাধ্যতামূলক নয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এতে বলা হয়, 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানির সময় ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট বা শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরিধান করবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানির সময় ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট বা শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট বা শেরওয়ানি পরিধান করবেন। উপরোক্ত উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই।’
এমএ/এসএন
