জামিন পেলেন অধ্যাপক তাজমেরী ইসলাম
জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম।
ঢাকার উত্তরা-পশ্চিম থানায় দায়ের করা নাশকতার মামলায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত এ জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর হয়।
আদালতে অধ্যাপক তাজমেরীর পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ জানুয়ারি গ্রেপ্তারের পর তাজমেরীকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, নাশকতার অভিযোগে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরা-পশ্চিম থানায় করা মামলায় অধ্যাপক তাজমেরীসহ বিএনপি ও জামায়াতের ১৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়। এরপর গত বছরের ৭ মার্চ অধ্যাপক তাজমেরীসহ ৭৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে পুলিশ। একই বছরের ৭ মে তাজমেরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এমএ/এমএসপি