বিচারকাজ আবারও ভার্চুয়ালি হবে: প্রধান বিচারপতি

ভার্চুয়ালি আবারও বিচারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আপিল বেঞ্চের বিচারকাজের শুরুতেই প্রধান বিচারপতি একথা বলেন।
হাইকোর্টের ১৩ বিচারপতি, এটর্নি জেনারেলসহ রাষ্ট্রের অনেক আইন কর্মকর্তা, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীদের অনেকে করোনা আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আবারও ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা কথা জানান তিনি।
তিনি বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে। এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে।
এদিকে, নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল ও আইন কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত।
এমএ/কেএফ/
