করোনায় আক্রান্ত ২২ বিচারক আইসোলেশনে
সারাদেশের সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার ২২ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা রাজধানীর জাতীয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তাদের সবাই ৪৩তম ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন ঢাকায়।
করোনা পজিটিভ হওয়ায় অসামাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত ঘোষণা করা হয়েছে বিচারকদের। একইসঙ্গে এই ২২ বিচারককে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে।
প্রসঙ্গত গত ৯ জানুয়ারি দেশের বিভিন্ন আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপালনকারী ৭০ জন সহকারী জজের দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ চলাকালে পাঁচজন সহকারী জজের করোনা উপসর্গ দেখা দেয়। পরে তাদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে সবারই করোনা পজিটিভ আসে।
পরে প্রশিক্ষণে অংশ নিতে আসা সব বিচারকদের করোনা টেস্ট করা হলে সেখানে আরও ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। প্রশিক্ষণ কর্মশালা অসামাপ্ত রেখেই গত ১৫ জানুয়ারি স্থগিত ঘোষণা করা হয়।
এমএ/এমএমএ/