অ্যাটর্নি জেনারেল করোনায় আক্রান্ত

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
রবিবার (১৬ জানুয়ারি) পরীক্ষা করে করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ আসে তার।
করোনা আক্রান্তের কথা তিনি নিজেই সোমবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত করোনায় আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী এএম আমিন উদ্দিন।
অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ার সময় তিনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন। পরবর্তী নির্বাচনে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু সভাপতি নির্বাচিত হলেও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে তিনি সভাপতির দায়িত্ব নিতে পারেননি। এরপর থেকে তিনি আবার সুপ্রিম কোর্ট বারের সভাপতি।
এমএ/এমএমএ/
