হাকালুকি হাওরের বননিধন বন্ধে আইনি নোটিশ
সিলেটের মৌলভীবাজারে হাকালুকি হাওরের বননিধন বন্ধে সরকারের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই হাওরের বননিধন বন্ধে ১০ কার্যদিবসের মধ্যে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী একিউএম সোহেল রানা জনস্বার্থে রবিবার (১৬ জানুয়ারি) এ নোটিশ পাঠান। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনজীবী।
আইনজীবীরা বলেন, হাকালুকি হাওরের বননিধন নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন এসেছে। অবৈধ ও বেআইনি উপায়ে হাকালুকি হাওর সংলগ্ন বন নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। বন নিধনের এই অবৈধ কার্যক্রমের ফলে এখানকার পরিবেশ এখন হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), প্রধান বন সংরক্ষক, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্ট সাতজনকে এই নোটিশ পাঠানো হয়েছে।
এমএ/এএস