সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার বিচার দুই দশকের বেশি সময় ধরে ঝুলে আছে। এই হত্যাকাণ্ডের বিচার আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চ এই আদেশ দেন। একই সময় পর্যন্ত এ মামলার আসামি আশিষ চৌধুরীর জামিন প্রশ্নে শুনানি মুলতবি থাকবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান সম্রাট। আসামি পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
গত ১০ জানুয়ারি আসামি আশিষ রায় চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। ১৬ জানুয়ারি চেম্বার আদালত তার জামিন স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে মারা যান চিত্রনায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই মামলাটির তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
কেএম/এমএমএ/
