‘বিচারক-আইনজীবী সম্পর্ক ভালো হলে ন্যায়বিচার নিশ্চিত হয়’

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ন্যায়বিচার পাবার আশায় আদালতে দ্বারস্থ হন। তারা আইনজীবীদের মাধ্যমে বিচারকের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। কিন্তু মাঝেমধ্যে বিচারক-আইনজীবী দ্বন্দ্বে বিচারকাজে অনিশ্চয়তা সৃষ্টি হয় ও জনগণের ন্যায়বিচার পেতে বিঘ্ন সৃষ্টি হয়। ওইসব দ্বন্দ্ব নিরলস জরুরি। কেননা বিচারক ও আইনজীবী উভয়ের মধ্যে সুসম্পর্ক থাকলেই তা কেবল ন্যায়বিচার নিশ্চিতে সহায়তা করে। এ বিষয়ে দেশের সব আইনজীবী ও বিচারকদের সুদৃষ্টি কামনা করেন তিনি।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নাটোর আদালত চত্বরে নবনির্মিত ভবন উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকেই মানুষের অধিকার এবং স্বাধিকার নিশ্চিতের লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করা শুরু করেন। একপর্যায়ে তাদেরকে নিজ অধিকার বুঝে নিতে আন্দোলনে নামতে উদ্বুদ্ধ করেন। সেসময় পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ছাড়াও কারাভোগ করেন তিনি। পরে আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে আসতেন বঙ্গবন্ধু। সেসময় থেকেই বঙ্গবন্ধু আইনজীবী এবং বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দেশের স্বাধীনতা যুদ্ধের পর আইনজীবী ও আদালতের উন্নয়নে নানামুখী কর্মসূচি নেন তিনি। আইনজীবীদের সমন্বয়ে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান তৈরি করেন বঙ্গবন্ধু।
বিগত কয়েক বছরে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৯ হাজার বিচারক নিয়োগ করা হয়েছে দাবি করে আইনমন্ত্রী বলেন, আইনে অনুমতি না থাকলেও দেশের বিভিন্ন আদালত ভবন বা বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের জন্য নিজ তহবিল থেকে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার পর আদালত ভবনের জন্য প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দেন। সেই অর্থে প্রথম পর্যায়ে ৪৪টি ও দ্বিতীয় পর্যায়ে ২০টি ভবন নির্মাণের কাজ শুরু হয়।
নাটোরেও ১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের তিন তলা সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাকি তিন তলার কাজও করা হবে। এসময় তিনি আদালত ভবনে লিফট ও বঙ্গবন্ধু লাইব্রেরির জন্য আগামী রবিবারের মধ্যে ৪৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
নাটোর আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, জেলা আইনজীবী সমিতি, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসজি
