নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পিটু, সম্পাদক রাজ্জাক

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে ১১ জন এবং সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে মঙ্গলবার (৩১জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ্যাড. সুলতান মাহমুদ।
আওয়ামীপন্থী সমর্থিত প্যানেল থেকে যারা জয়ী হয়েছেন তারা হলেন-সভাপতি পদে অ্যাড. খোদাদাদ খান পিটু, সহ-সভাপতি পদে মো. ময়েন উদ্দিন প্রামানিক ও মো. মোফাজ্জল হক, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে কাজী হাসানুজ্জামান হাসান, সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরী ) পদে মো. তানজিমুল হক লিঙ্কন, সহ-সাধারণ সম্পাদক ( আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি ) পদে মো. আশরাফুদ্দৌলা নয়ন। এ ছাড়াও সদস্য পদে মো.রফিকূল ইসলাম মন্ডল, এ এস এম আলতাফ হোসেন, মো. আবু সাঈদ সুমন, মো. শাকিল ইসলাম ও মো. জসিম উদ্দিন প্রামানিক বিজয়ী।
অন্যদিকে বিএনপিপন্থী প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং সদস্য পদে মো. মনোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম ও মো.গোলাম আজম জয়ী হয়েছেন।
উল্লেখ্য, সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্ব-স্ব পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
এদিন সকাল ১১টা থেকে জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। মোট ৪০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৯১ জন। নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন আইনজীবী সুলতান আহমদ। আর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন ড. আব্দুল মজিদ।
এসআইএইচ
