বরগুনায় পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন

বরগুনায় পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সেরাজ হাওলাদার সদর বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের মৃত আদম আলী হাওলাদারের ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আশ্রাফুল আলম। এর আগে মঙ্গলবার (৩১ জানুয়য়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ আদেশ দেন।
জানা যায়, ২০০৭ সালের ১৯ মে স্বামী বাড়িতে না থাকায় গভীর রাতে পুত্রবধূর ঘরে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন শ্বশুর। এরপর ২৪ মে বরগুনা থানায় বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন পুত্রবধূ। ১৮ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। তারপর ট্রাইব্যুনাল বাদীসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন।
আসামিপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, শ্বশুরের সেবা-যত্ন ও রান্না করে তাকে খাওয়াবে না, তাই অসত্য তথ্য দিয়ে মামলা করেছে পুত্রবধূ। আসামি পলাতক থাকায় সাক্ষ্যদের জেরা করা যায়নি। যার কারণে এক তরফা হয়েছে। উচ্চ আদালতে আপিল করার মতো অর্থ আসামির নেই।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আশ্রাফুল আলম বলেন, ২০০৭ সাল থেকে আসামি পলাতক ছিল। ৪ মাস আগে গ্রেপ্তার হয়েছে। আদালতের রায়ে বাদী সন্তুষ্ট।
এসআইএইচ
