মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কারাদণ্ড

মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিতর্কিত বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দোষ স্বীকার করায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকারের আদালতে দোষ স্বীকার করেন মুফতি ইব্রাহিম।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিযোগ গঠনে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত কারাভোগকে সাজা হিসেবে প্রদান করেন। সে হিসেবে তিনি এ মামলায় এক বছর তিন মাস ১৯ দিনের সাজা ভোগ করলেন।
এর আগে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কাজী মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এরপর ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। গোয়েন্দা পুলিশের মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ‘উগ্র বক্তব্য’ দেওয়ার অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলাটি করেছিলেন ডিবি পুলিশের উপপরিদর্শক মুন্সি আব্দুল লোকমান।
তদন্ত শেষে ডিবি পুলিশের উপপরিদর্শক মো. হাসানুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় তাকে দুই দিনের রিমান্ড শেষে ২০২১ সালের ২ অক্টোবর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। সেসময় থেকে আজ ১৬ জানুয়ারি পর্যন্ত তার ১ বছর ৩ মাস ১৯ দিনের কারাবাস হয়। যা দণ্ড হিসেবে প্রদান করেন আদালত।
কেএম/এমবি/এসজি
