দুদকের শরীফের শুনানি ৯ ফেব্রুয়ারি

দুর্নীতি দমন কমিশন দুদকের আপিল ও চাকরি থেকে অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে বরখাস্ত হওয়া দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের রিটের শুনানি মুলতবি রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এই সময়ের মধ্যে উভয়পক্ষকে লিখিত যুক্তিতর্ক আদালতে দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
আদালতে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, শরীফ উদ্দিনকে কোনো নোটিশ ছাড়া চাকরি থেকে অপসারণ করেছে। বরখাস্ত হয়ে এখন তিনি দোকানদারি করে জীবিকা নির্বাহ করছেন। তাহলে তিনি কি দোকানদারিই করে যাবেন? প্রশ্ন রাখেন আইনজীবী।
এ সময় প্রধান বিচারপতি বলেন, কোনো নোটিশ ছাড়া যে কোনো কর্মকর্তাকে অপসারণে দুদকের চাকরি সংক্রান্ত ৫৪(২) বিধি নিয়ে দুদকের আপিল আমরা শুনানি করি। দুদকের আপিল যদি খারিজ হয়ে যায়, তাহলে শরীফের চাকরি ফিরে পাওয়ার দ্বার খুলে যাবে। আর আপিল যদি অ্যালাউ হয় তাহলে ভিন্ন কথা। এর পর আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন নির্ধারণ করেন।
এর আগে গত ১৬ জুন চাকরি থেকে অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে বরখাস্ত হওয়া দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের রিটের শুনানি মুলতবি রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়।
গত ২৪ মে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালার ৫৪(২) বিধি নিয়ে আপিল বিভাগে দুদকের একটি আপিল বিচারাধীন থাকায় ওই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিচ্যুতির আদেশ চ্যালেঞ্জ করে শরীফের দায়ের করা রিট আবেদনের শুনানি মুলতবি করেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০০৮ সালের দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালার ৫৪ (২) বিধি অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক। ওই বিধিমালায় বলা হয়েছে, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ক্ষমতা দুদকের রয়েছে। এরপরই চাকরিচ্যুতি ও ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ। গত ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন বরখাস্ত হওয়া দুদকের আলোচিত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
কেএম/আরএ/
