বিএনপির ৩৮ নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর

পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ৩৮ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত জামিন আবেদনের উপর শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন বিএনপির আইনজীবীরা ৩৮ নেতা-কর্মীর জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
এর আগে, গত ৭ ডিসেম্বর বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে ককটেল, লাঠিসোটা, ক্যাশ টাকা, চালের বস্তা পাওয়ার কথা জানায় পুলিশ।
এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অরও দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।
জানতে চাইলে খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, একটু আগে সংবাদ পেলাম পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৮ জন নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত। তিনি অবিলম্বে আমাদের নেতা-কর্মীদের জামিনও দাবি করেন।
কেএম/এমএমএ/
