জামিন পেলেন নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান
বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ জামিন পেয়েছেন। ঢাকার খিলক্ষেত থানার একটি মামলায় গ্রেপ্তার ছিলেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণ উল্লেখ করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী সাইদুর রহমান মানিক ও মিজানুর রহমান শুনানি করেন। আর বাদী পক্ষের আব্দুল বাতেন ও খন্দকার হযরত আলী তার বিরোধিতা করেন।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আসামি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে কারাগারে নেওয়া হলে অন্যরাও আক্রান্ত হতে পারে। আসামি ও বাদী পক্ষের শুনানি নিয়ে ‘করোনা আক্রান্ত রোগীকে কারাগারে পাঠানো যাবে না’ বিধায় বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবীরা এই তথ্য জানান। তবে একই মামলায় অপর আসামি রিয়াজুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সাইফুল ইসলাম ভুঁইয়ার করা মামলায় আবু ইউসুফ আব্দুল্লাহসহ দুজনকে সোমবার (১০ জানুয়ারি) গ্রেপ্তার করে পুলিশ। মামলাতে আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সিসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাত জনকে আসামি করা হয়।
এমএ/এপি/এএস