আদালতে হাজিরা দিলেন সম্রাট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আদালতে হাজিরা দিয়েছেন।
রবিবার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
সম্রাটের আইনজীবী মাহবুবুল আলম ও আফরোজা শাহনাজ পারভীন বলেছেন, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা ছিল। সব মামালায় তিনি জামিনে রয়েছেন। আজ তার আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন সকালে সম্রাট আদালতে হাজিরা দেওয়ার পর তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করেন।
এর আগে ৮ নভেম্বর একই আদালত দুদকের এ মামলায় সম্রাটের জামিনের মেয়াদ ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ান। সেই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্যও এদিন ধার্য করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ হাজিরা দিতে আদালতে আসেন সম্রাট।
চলতি বছরের ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে উল্লেখ ছিল, সম্রাটকে তার পাসপোর্ট জমা দিতে হবে। আর জামিনের মেয়াদ হবে মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত।
কেএম/আরএ/
