সম্রাটের শুনানি আগামী বছরের ২৩ আগস্ট

ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা দুটি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী বছরের ২৩ আগস্ট পর্যন্ত পিছিয়েছেন আদালত।
এ বিষয়ে জমা দেওয়া দুটি আলাদা আবেদনের ভিত্তিতে রবিবার (২৭ নভেম্বর) শুনানির তারিখ পেছানো হয়।
আবেদনে সম্রাটের আইনজীবী মাহবুবুল আলম আদালতকে জানান, তারা তাদের মক্কেলের বিরুদ্ধে এই দুই মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত নন। অস্ত্র মামলাটি এখন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এবং মাদক মামলাটি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৫ আদালতে বিচারাধীন আছে।
আইনজীবী মাহবুবুল আলম বলেন, আজ শুনানির সময় জামিনে মুক্ত থাকা সম্রাট আদালতে উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ৬ নভেম্বর র্যাব ঢাকার অবৈধ ক্যাসিনোর ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করে। ২০১৯ সালের ৯ ডিসেম্বর র্যাব তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলার অভিযোগ গঠন করে। সম্রাটের সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধেও একই মামলায় অভিযোগ আনা হয় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কেএম/আরএ/
