নয়ন হত্যার ঘটনায় বিএনপির ১৭ নেতা-কর্মীর জামিন

পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার ঘটনায় করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ১৭ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৩ নভেম্বর) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন আদালত। এরপর আসামিদের ব্রাহ্মণবাড়িয়া দায়রা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা নয়ন।
বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী উজ্জল হোসেন, আইনজীবী মীর হালিম, আইনজীবী নুরে আলম সিদ্দিকীসহ আরও কয়েকজন। আদালতে আজ একই আদালত নরসিংদী, হবিগঞ্জ ও টাঙ্গাইলের ৭৫ বিএনপি নেতাদের অন্য মামলায় আগাম জামিন দেন।
কেএম/এসএন
