‘সরকারি চাকরিজীবীদের পূর্বানুমতি ছাড়া আপাতত গ্রেপ্তার নয়’

সরকারি চাকরিজীবীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিল করে হাইকোর্টের রায়ে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এতে আপাতত পূর্বানুমতি ছাড়া সরকারি কর্মচারীদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ অনুমতি দেন।
গত ১ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল করে হাইকোর্টের রায় ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলা হয়।
সরকারি কর্মচারীদের গ্রেপ্তার করতে সরকারের কাছে কোনো পূর্বানুমতি লাগবে না, গত ২৫ আগস্ট এমন রায় দেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, সরকারি চাকরি আইনের ৪১ এর ১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ জানান, যেখানে সংবিধান সবার সম অধিকারের কথা বলেছে, সেখানে সরকারি চাকরি আইনের ওই ধারা সাংঘর্ষিক।
কেএম/আরএ/
