পাসপোর্ট নবায়ন: সহকারী পরিচালককে আদালতে হাজিরের নির্দেশ

পাসপোর্ট পুনরায় নবায়নের আবেদন করেন এক নারী। কিন্তু তার প্লেস অব বার্থ এনআইডি কার্ডে রাজশাহী আর এমআরপি পাসপোর্টে নাটোর উল্লেখ থাকায় কোর্ট এফিডেভিট দিতে হবে বলে জানানো হয়। ওই ঘটনায় আদালতের দ্বারস্ত হলে ওই সহকারী পরিচালককে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
রবিবার (১১ সেপ্টেম্বর) নাটোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন ওই আদেশ দেন। আদেশে বলা হয়, ২০২১ সালের ২৯ নভেম্বর ঢাকা আগারগাঁওয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয় যে,পাসপোর্ট তৈরির কোনও কোনও ক্ষেত্রে হলফনামা প্রয়োজন আবার কোনও কোনও ক্ষেত্রে প্রয়োজন নেই। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এফিডেভিটের প্রয়োজন নেই অথচ ওই পাসপোর্ট আবেদনে তা দিতে হবে মর্মে উল্লেখ করা হয়েছে। সার্কুলার অনুযায়ী এফিডেভিটের প্রয়োজন না থাকলেও কিসের ভিত্তিতে তা চাওয়া হয়েছে তা আদালতের কাছে বোধগম্য নয়। এমন অবস্থায় এফিডেভিটের প্রয়োজন না থাকলেও সেবাপ্রার্থীদের হয়রানি করা ওই সার্কুলারের সুস্পস্ট লঙ্ঘন।
উক্ত আদেশে আরো বলা হয়,নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ,সুরক্ষা সেবা বিভাগ, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গত বছরের ৯ ডিসেম্বর অনুযায়ী দেশে পাসপোর্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান সংক্রান্ত পরিপত্র জারি আছে।
এমন অবস্থায় ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন নির্দেশ প্রদান করা হবে না তা আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় স্বশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয় নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফকে।
ওই আদেশের অনুলিপি নাটোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানোরও আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফ জানান,তিনি ওই আদেশের কপি পেয়েছেন।
এসআইএইচ
