বিশ্ববিদ্যালয়ে আইনবিষয়ক পড়াশুনা আরও বাস্তবধর্মী করার আহ্বান

বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইনবিষয়ক পড়াশুনা আরও বাস্তবধর্মী করার ওপর গুরুত্বারোপ করেছেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, প্রফেশনে জয়েন করার পরই মূলত পড়াশুনা শুরু হয়। নবীনকে মনে রাখতে হবে গোলাপ পেতে হলে বিছানা ছাড়তে হবে। আর বিছানা পেতে হলে গোলাপ ছাড়তে হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে হাইকোর্ট বিভাগে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, একজন ভালো আইনজীবী হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। আইনজীবীদের সব সময় পড়তে হবে। সব বিষয়েই ধারণা থাকতে হবে। বই কেনার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যক্তিগত লাইব্রেরি সমৃদ্ধ করতে হবে।
তিনি বলেন, আইনজীবীদের সব সময় পড়তে হবে। সব বিষয়েই ধারণা থাকতে হবে। বই কেনার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যক্তিগত লাইব্রেরি সমৃদ্ধ করতে হবে।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ আরও বলেন, আইন পেশায় সিনিয়রদের তরফ থেকে জুনিয়রদের নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেন, সিনিয়রদের তরফে জুনিয়রদের নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে। না হলে বার সমৃদ্ধ হবে না, আর বার সমৃদ্ধ না হলে ব্রাঞ্চও সমৃদ্ধ হবে না। এভাবে বার ও ব্রাঞ্চে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিচার কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিজেকে মামলা পরিচালনা করার অভ্যাস গড়ে তুলতে হবে। সিনিয়রদের সহযোগিতা নেওয়া যাবে শুধু বোঝার জন্য। আর সিনিয়রদেরও জুনিয়রদের সহযোগিতা করতে হবে।
লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ঢাকা বারের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম কামাল উদ্দিন ও লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিচারপতি ফরিদ আহমেদ।
বিচারপতি ফরিদ আহমেদ বলেন, যারা এখানে নতুনযুক্ত হলেন এটা শুরু মাত্র। তারা একটি বিশাল সাগরে এসে পড়লেন। এখন প্রতিনিয়ত শিখতে হবে। আর অবশ্যই নিয়ম-নীতি মেনে চলতে হবে, নীতিভ্রষ্ট হওয়া যাবে না।
এসময় আরও বক্তব্য রাখেন লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ, সহসভাপতি মশিউল আলম, সাবেক ডেপুটি এটর্নি জেনারেল গিয়াস উদ্দিন মিঠু, ল-ইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ ইউসুফ আলী, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি ড. গোলাম রহমান ভুঁইয়া, আব্দুল বাতেন, সাবেক সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, রেজাউল করিম খন্দকার, ল-ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, কাউন্সিলের প্রচার ও আইটি সম্পাদক ড. হেলাল উদ্দিন, অফিস সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, শফিকুর রহমান।
হাইকোর্ট বিভাগে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সিলেট বারের আবদুর রব, রেজাউল হক রিয়াজ, আবদুল্লাহ আল মামুন রাসেল, আমিমুল এহসান, মুনতাকা নুসরাত খান, কুমিল্লার ইয়াকুব আলী, বেলায়েত হোসেন সুজা, আব্দুল হাই চৌধুরী।
এসএন
