৪৪ জেলা পরিদর্শনে যাবেন ১৭ বিচারপতি

আগামী রবিবার (৪ সেপ্টেম্বর) থেকে দেশের ৪৪টি জেলা পরিদর্শনে যাবেন ১৭ জন বিচারপতি। দেশের ৪৪ জেলার অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল পরিদর্শনে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ১৭ জন বিচারপতিদের মাধ্যমে এর প্রথম পর্ব শুরু হবে। যা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্ব আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
গত ২৮ আগস্ট (রবিবার) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনের অংশ হিসেবে বিচারপতিরা যেসব জেলায় যাবেন-
বিচারপতি মো. রইস উদ্দিন (বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা), বিচারপতি মো. রেজাউল হক (বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা), বিচারপতি জাহাঙ্গীর হোসেন (চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর), বিচারপতি মো. হাবিবুল গনি (কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান), বিচারপতি মো. রুহুল কুদ্দুস (নওগাঁ ও রাজশাহী), বিচারপতি মোস্তফা জামান ইসলাম (নেত্রকোনা, কিশোরগঞ্জ ও জামালপুর), বিচারপতি মো. ইকবাল কবির (লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম), বিচারপতি ফাতিমা নাজিব (নরসিংদী ও গাজীপুর)।
এরপর পরিদর্শনের দ্বিতীয় পর্বে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম (নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ), বিচারপতি রেজাউল হাসান (মুন্সীগঞ্জ, নোয়াখালী ও ফরিদপুর), বিচারপতি এ এন এম বশির উল্লাহ (বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি), বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী (যশোর, মাগুরা ও নড়াইল), বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন (মানিকগঞ্জ ও ময়মনসিংহ), বিচারপতি মো. বদরুজ্জামান (শেরপুর ও টাঙ্গাইল), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ), বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী (পটুয়াখালী, মাদারীপুর ও শরীয়তপুর), বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর)।
এমএ/এসজি
