আমদানিকৃত কাপড় বিক্রি বন্ধে নির্দেশ হাইকোর্টের

দেশীয় টেক্সটাইল শিল্পকে হুমকিতে ফেলে বন্ডের অধীনে আমদানিকৃত কাপড় খোলা বাজারে বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণের বিষয় তদন্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৯ আগস্ট) আদালতে একটা রিট পিটিশন দায়ের করলে তা মঙ্গলবার (৩০ আগস্ট) শুনানি হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের আদালত চার সপ্তাহের রুল জারি করে বন্ডের অধীনে আমদানীকৃত কাপড় খোলাবাজারে বিক্রি করা এবং অবৈধ ব্যবসায়ের সঙ্গে জড়িত ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বেআইনি ঘোষণা করা হবে না এবং বাদী কর্তৃক আনিত সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগের বিষয়ে কেন তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে বলা হয়।
সরকার গার্মেন্টস পণ্য রপ্তানির জন্য বন্ডের অধীনে শুল্কমুক্ত কাপড় আমদানির অনুমতির পরে কতিপয় ব্যবসায়ী সেই কাপড় সরকারের শুল্ক ফাঁকি দিয়ে একটা বড় অংশ খোলা বাজারে বিক্রি করে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আয় করে মানিলন্ডারিং আইনে অভিযুক্ত হলেও কর্তৃপক্ষ অজানা কারণে নীরব থাকার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হলেও বিষয়টি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট তদন্ত করার জন্য ব্যবস্থা গ্রহণের লিখিত অভিযোগ জানানো সত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ শুনানি হয়।
এমএ/এনএইচবি/এমএমএ/
