গৃহকর্মীদের অধিকার প্রশ্নে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে গাইডলাইন প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (২৮ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
দুই সংগঠনের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। আইনসচিব ও শ্রমসচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন দুই আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও কাজী মারুফুল আলম।
তারা জানান, সরকারের উদ্যোগে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ প্রণয়ন করা হলেও এর বাস্তবায়ন হয়নি। ফলে গৃহকর্মীদের উপর প্রতিনিয়ত নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু গৃহকর্মীরা এ বিষয়ে প্রতিকার চাইতে শ্রম আদালতে যেতে চাইলেও আইন নেই বলে পারেন না। তাই রিটটি করা হয়। ওই রিটের আবেদনের বিষয়ে শুনানি নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট।
এমএ/এসজি
