সরকারি কর্মচারীদের গ্রেপ্তার ইস্যু
হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর পর্যবেক্ষণ: প্রতিমন্ত্রী

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে আপিল করা হবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে মেহেরপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মেহেরপুরে এসে পৌঁছান। পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীদের অহেতুক হয়রানি করা যাবে না। আইনটি অনেক পুরোনো। এ আইনটি বিচারক, ম্যাজিস্ট্রেট সরকারি কর্মচারীদের জন্য আগে থেকেই রয়েছে। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশেও একই রকম আইন আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর কোনও দুর্নীতি থাকলে তা এ আইনের সঙ্গে সম্পৃক্ত নয়। এ ধারাটির বাতিলের যে রায় হয়েছে সেই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর বিচার-বিশ্লেষণ করে দেখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসআইএইচ
