নাটোরের আদালতগুলোতে বাউয়েট আইন ও বিচার বিভাগের শিক্ষাসফর

গতকাল ২৪ আগস্ট, ২০২২ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র ‘আইন ও বিচার বিভাগ’-এর দ্বিতীয় ও সপ্তম ব্যাচের ছাত্রছাত্রীরা গিয়েছেন শিক্ষা সফরে।
নিয়ে গিয়েছিলেন তাদের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম ও প্রভাষক মোতাসিম বিল্লাহ।
তারা বিভাগের অ্যাকাডেমিক কারিকুলাম হাতে-কলমে শিখতে এক দিনের সফর করেছেন।
নাটোরের ‘জেলা ও দায়রা জজ আদালত’-সদর, গুরুদাসপুরের ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত’ এবং সিংড়া উপজেলার ‘সহকারী জজ আদালত’-এ বিশেষ বিভাগীয় অনুমতির মাধ্যমে সরাসরি বিচারিক কার্যাবলী সরেজমিনে দেখা ও শেখার অনন্য সুযোগগুলো লাভ করেন তারা।
ঘুরে দেখেছেন আদালতগুলো, তার পুরোনো প্রাঙ্গণ এবং অবকাঠামো।
বাউয়েটের আইন ও বিচার বিভাগের ছাত্র, ছাত্রীরা জেলা জজ আদালতের নকল শাখা ঘুরে দেখেছেন।
শিক্ষার্থীদের যেকোনো মামলার রায়ের নকল কপি কিভাবে তুলতে হয়, নকল কপির প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কেও জানানো হয়।
তারা গিয়েছেন নাটোর বার লাইব্রেরিতে।
তাদের বিভিন্ন মামলা সংশ্লিষ্ট কমকতা ও আইজীবীরা প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছেন।
লেখা ও ছবি : ডেপুটি রেজিস্ট্রার অ্যাকাডেমিক ও জনসংযোগ অফিসার, বাউয়েট।
ওএফএস।
