সরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান রক্ষায় আপিল করবে সরকার

সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের বিরদ্ধে আপিল করবে সরকার।
রায়ের পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) গণমাধ্যমর কাছে এই কথা জানান, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
বিধানটি বাতিল করে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান পরিপন্থী ও মৌলিক অধিকার পরিপন্থী।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলের ওপর শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন উচ্চ আদালত।
এমএ/এসএন
