বাছিরের জামিন আদেশ প্রত্যাহার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক ও দণ্ডপ্রাপ্ত খন্দকার এনামুল বাছিরের জামিন আদেশ প্রত্যাহার করেছেন উচ্চ আদালত।
ঘুষ গ্রহণের দায়ে আট বছরের দণ্ডপ্রাপ্ত বাছিরকে জামিন দেওয়ার পরদিনই আজ বুধবার (২৪ আগস্ট) তা প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন।
ওই মামলায় গত ২৩ ফেব্রুয়ারি বিচারিক আদালত পৃথক দুটি ধারায় এনামুল বাছিরকে (পাঁচ বছর ও তিন বছর) মোট আট বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। একই মামলায় বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে এক ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দুদকের মামলা থেকে বাঁচিয়ে দিতে তৎকালীন ডিআইজি মিজানুরের কাছ থেকে বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে মামলায় অভিযোগ আনা হয়। অনুসন্ধানে অভিযোগের প্রমাণ পাওয়ায় ২০১৯ সালের ১৬ জুলাই দুজনের বিরুদ্ধেই মামলা করেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।
মামলার অভিযোগে বলা হয়, বাছির কমিশনের দায়িত্বে থাকাকালে অসৎ উদ্দেশ্যে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেন। তিনি মিজানুরকে অবৈধ সুযোগ দেওয়ার উদ্দেশ্যে তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এর মাধ্যমে তিনি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন।
এমএ/এসএন
