ইসলামী বিশ্ববিদ্যালয়কে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

বেসরকারি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়কে (বিআইইউ) ১৫ লাখ ৬০ হাজার টাকা জারিমানা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্দেশনা অমান্য করে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করার দায়ে এই জরিমানা করা হয়েছে।
বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সোমবার (২২ আগস্ট) এ নির্দেশ দেয়।
আদেশে রিটকারী ৫২ শিক্ষার্থীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে দিতে বলেছেন আদালত। শিক্ষার্থীদের টাকা দেওয়ার পর আগামী ৩১ আগস্ট এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য ওই দিন ধার্য রেখেছেন আদালত।
বার কাউন্সিলের পরীক্ষায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড না দিতে সিদ্ধান্ত জানায় কাউন্সিল। পরে কাউন্সিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ভুক্তভোগী ৫২ শিক্ষার্থী রিট করেন। রিটের শুনানি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন আদালত।
এমএ/টিটি
