একুশে আগস্ট গ্রেনেড হামলা: আওয়ামীপন্থী আইনজীবীদের মানববন্ধন

একুশে আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতার স্মরণে ও এর প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ।
রবিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেন আইনজীবীরা।
মানববন্ধনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির এবং সম্পাদক আবদুন নূর দুলালসহ আওয়ামী লীগপন্থী জ্যেষ্ঠ ও তরুণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে আজ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শহীদ বেদীতে এর আগে শ্রদ্ধা নিবেদন করেন আইনজীবীরা।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়।
২০০৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি। নিহত হন আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী, আহত হন ৫০০ জন।
এমএ/এসএন
