টার্মিনাল ছাড়া হাইওয়েতে টোল আদায় নয়: হাইকোর্ট
ট্রাকের নির্ধারিত টার্মিনাল ছাড়া হাইওয়েতে টোল আদায় না করতে চাঁদপুরের কচুয়া পৌরসভাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
রুলে এখতিয়ার বহির্ভূতভাবে বাস টার্মিনালের বাইরে ট্রাকসহ যন্ত্রচালিত সব পরিবহন থেকে টোল আদায় করা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন আদালত।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। কচুয়া হয়ে চলাচল করা সুরমা পরিবহনের কর্ণধার আবুল হোসেন মজুমদারের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এই আদেশ ও রুল দেন আদালত।
আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। তিনি আদেশের বিষয়টি বৃহস্পতিবার (১৮ আগস্ট) জানান।
মামলাসূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও সড়ক মহাসড়ক থেকে টোল আদায় নিষেধ করে প্রজ্ঞাপন জারি করে। তা সত্ত্বেও টোলের নামে চাঁদা আদায় চলছে। ট্রাক প্রতি ৫০ টাকা করে চাঁদাবাজি করা হতো। ইজারাদারদের মাধ্যমে টোলের নামে চাঁদা আদায় করা হতো। অথচ বাস-ট্রাকসহ পরিবহনে চাঁদাবাজি সম্পূর্ণ বেআইনি। এই চাঁদার কারণে ব্যবসায়ীদের কাছে থাকা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিত। ফলে সব ধরনের গ্রাহকদের গুণতে হতো বাড়তি টাকা। এসব বিবেচনা করে রিট করা হলে শুনানি শেষে আদালত বুধবার (১৭ আগস্ট) এই আদেশ দেন।
এমএ/এসএন