উত্তরা দুর্ঘটনা: রিট করার পরামর্শ হাইকোর্টের

উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা পাঁচ জনের নিহতের ঘটনা হাইকোর্টের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। আইনজীবীদের এ বিষয়ে রিট আবেদন করার পরামর্শ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।
দুর্ঘটনাটি হাইকোর্টের নজরে আনা তিন আইনজীবী হলেন, আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।
রাজধানীর উত্তরায় জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে সোমবার (১৫ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ভেঙে পড়ে প্রাইভেট কারে থাকা শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বিআরটি প্রকল্পের কাজ চলার সময় ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে ওঠানো হচ্ছিল। ক্রেন উল্টে সেটি প্রাইভেট কারের উপর পড়ে। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কারটি।
নিহতরা হলেন— রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়ামনি নামের নবদম্পতি। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
এমএ/আরএ/
