বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বার কাউন্সিলের শ্রদ্ধার্ঘ্য

পনের আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বাংলাদেশ বার কাউন্সিল।
কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি ও সদস্যরা সোমবার (১৫ আগস্ট) এই শ্রদ্ধা নিবেদন করেন। এদিন রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান একরামুল হক, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ এফ এম মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, হাউজ কমিটির চেয়ারম্যান আনিছ উদ্দিন আহমেদ সহিদ, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, রোল অ্যান্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান এবং কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।
সোমবার (১৫ আগস্ট) বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান ও সহকারী পরিচালক (তথ্য) একরামুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমএ/এমএমএ/
