ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংককে আইনি নোটিশ
সমবায় সমিতি ব্যাংকিং কোম্পানি আইনের ধারা এবং সমবায় সমিতি আইনের ধারা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) ডাক যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেনের পক্ষে আইনজীবী ইমাম হোসেন এই নোটিশ পাঠান। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী সারোয়ার হোসেন।
এতে অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট ৯ জনকে বিবাদী করা হয়েছে। ৩০ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানান রিটকারী।
রিটকারী সারোয়ার হোসেন বলেন, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভে আমানত রাখলে সুদ পাওয়া যায় সাড়ে ১০ শতাংশ হারে। এই লোভ দেখিয়ে লাখ লাখ মানুষের কাছ থেকে অর্থ নিয়েছে তারা। দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নামের একটি সমবায় সমিতি ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ এর ৮ ও ৩১ ধারা এবং সমবায় সমিতি আইন ২০০১ এর ২৩ (ক)(২) এবং ২৩ (খ) ধারা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যাংকিং কর্মকাণ্ড করার বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
২০১৬ সালের ২৪ মে জেলা সমবায় কার্যালয় ‘ব্যাংক’ শব্দ ব্যবহার ও অবৈধভাবে লেনদেন বন্ধ করতে প্রতিষ্ঠানটির সভাপতির কাছে একটি চিঠি পাঠায়। এতে সমবায় সমিতি আইন অনুযায়ী নিবন্ধন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ১৫ দিনের সময় দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ওই বছরের ১১ এপ্রিল এক চিঠিতে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়, সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রতিষ্ঠানটি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ বিতরণ, স্থায়ী আমানত গ্রহণ এবং শরিয়া ব্যাংক তথা সামগ্রিকভাবে অবৈধ ব্যাংকিং করছে। প্রতিষ্ঠানটি জঙ্গি অর্থায়নের সঙ্গেও সম্পৃক্ত কি না খতিয়ে দেখা দরকার।
এর আগে ২০১৫ সালের ১১ অক্টোবর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকেও সমবায় কার্যালয়ে পাঠানো এক স্মারকে বলা হয়েছিল, প্রতিষ্ঠানটি অবৈধ ও অননুমোদিতভাবে সারা দেশে শাখা খুলে অবৈধভাবে ব্যাংকের মতো আমানত সংগ্রহ ও দাদন কার্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠানটি প্রায় ৮৩৬ কোটি টাকা আমানত সংগ্রহ করলেও কোনো স্থাবর সম্পত্তি নেই। যার ফলে যেকোনো সময় ডেসটিনি, ইউনিপেটুইউ, ম্যাক্সিম ও আইডিয়ালের মতো বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
ওই বছরের জুন পর্যন্ত হিসাবে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভের আমানতের পরিমাণ ছিল ৮৩৬ কোটি টাকা, ঋণ ৯৪৫ কোটি টাকা। অন্য ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ৫১ কোটি টাকা। সব মিলিয়ে সমিতির আমানতকারীর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬১৭ জন।
এমএ/এসজি/