পিএইচডি ডিগ্রি জালিয়াতি রোধে কমিটি গঠন

পিএইচডি ডিগ্রি জালিয়াতি রোধে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। পিএইচডি ও সমমানের ডিগ্রি যথাযথ আইন মেনে অনুমোদন হয়েছে কি না তা জানতে এই কমিটি গঠন করা হয়।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার (১৪ আগস্ট) এ আদেশ দেন। রিটকারী আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন মাসের মধ্যে নীতিমালা করে প্রতিবেদন আকারে তা আদালতকে জানাতে বলা হয়েছে।
সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন করা হয়, সেগুলো আইন মেনে হয়েছে কি না- তা জানতে চেয়ে এর আগে রুল দিয়েছিলেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় হাইকোর্টকে সাতজনের নামের তালিকা দেওয়া হয়। পরে আদালত এই কমিটি গঠন করে দেন।
এমএ/এসএন
